Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম পুরসভার নতুন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন কবিতা ঘোষ ও কল্লোল তপাদার

জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম পুরসভার নতুন প্রশাসক মন্ডলী গঠন করল রাজ্য সরকার। ২০১৮ সালে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর এনিয়ে তিনবার প্রশাসক মন্ডলী পদে রদবদল ঘটল। সোমবার বিকেল তিনটায়
ঝাড়গ্রাম পুরসভার চার সদস্যের নতুন প্রশাসক মন্ডলী হিসেবে কবিতা ঘোষ, কল্লোল তপাদার, রবিন মাহাতো, সুমিতা দাসরা দায়িত্ব নেন। নতুন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান হয়েছেন কল্লোল তপাদার। এদিন কবিতা ঘোষের হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রশান্ত রায়। সকলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তুষার শতপথি সহ প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব।

Developed by