Breaking
25 Dec 2024, Wed

দুয়ারে সরকারে চূড়ান্ত অব্যবস্থা জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :- দুয়ারে সরকার নিয়ে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ জলপাইগুড়িতে। সোমবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পাহারপুর অঞ্চল অন্তর্গত পাতকাটা আর, আর প্রাথমিক বিদ্যালযয়ে। এখানে এক হাটু কাদা পেরিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছাতে হয় সকলকে। আর এই কারণেই অনেকেই পড়লেন কাদার মধ্যে। কারো ছিরল চটি। কারো পায়ে ফুটলো কাচ। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা দুয়ারে সরকারে আসা উপভোক্তাদের। ভগৎ সিং কলোনির বাসিন্দা ঝুমা রায় বলেন, লক্ষীর ভান্ডার এর জন্য আসলেও স্বাস্থ্য সাথী কার্ড না থাকায় আসাটাই বৃথা হল। উল্টে কাদার মধ্যে চরম সমস্যায় পড়তে হয় এদিন। কাদা ভর্তি মাঠের না করে পরিষ্কার একটি জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্প করলে ভালো হতো বলে জানান তিনি। অন্যদিকে বাপি সিকদার বলেন, ফুটবল খেলার মাঠে করা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। বুধ ভিত্তিক করা উচিত ছিল দুয়ারে সরকার বলে জানান তিনি। অন্যদিকে মোনালিসা ঘোষ বলেন, সুষ্ঠু ভাবে কাজ হলেও প্রচন্ড ভিড়ে প্রাণ ওষ্ঠাগত। এক হাটু কাদা জল পেরিয়ে যেতে হচ্ছে। সমস্যা হচ্ছে সকলের বলে জানান তিনি।

Developed by