Breaking
25 Dec 2024, Wed

কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার জেলা কমিটি

জেএনএফ ওয়েব ডেস্ক : কোচবিহার জেলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার জেলা কমিটি। এদিন ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গার ফরেস্ট বাংলোতে। জানা গেছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কোচবিহার জেলা কমিটির সদস্যরা তাদের নানা সমস্যা ও সাংগঠনিক বিষয়ে তার সাথে কথা বলেন।

এদিনের ওই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার জেলার সভাপতি গৌতম রায়, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা যথাক্রমে উত্তম রায়, হেমন্ত সরকার, সুজিত ধর, প্রবির কর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিন সংবর্ধনা শেষে গৌতম রায় বলেন, মমতা ব্যানার্জির যারা সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনকে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি আগামী দিনে সরকারি কর্মচারীদের সমস্যা ইত্যাদি যাবতীয় বিষয় সভাপতির সঙ্গে আলোচনা। সংবর্ধনা শেষে সাংগঠনিক বিষয়ে বেশ কিছু আলোচনা হয় আজকে। গৌতম বাবু বলেন, আমরা মা মাটি মানুষের সরকারের সাথে কাজ করছি। কাজ করতে গেলে কিছু সমস্যা তৈরি হয় সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে সভাপতি যেন আমাদের সাহায্য করে তা আবেদন জানানো হয়েছে। গীরিন্দ্র বাবু এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন।তিনি সব সময় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন।

Developed by