Breaking
26 Dec 2024, Thu

দিনহাটায় কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে মারাত্মক ভাবে আক্রান্ত ব্যবসায়ী

জেএনএফ ওয়েব ডেস্ক :-এক কাপড় ব্যবসায়ীর বাড়ির সদর দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লুটপাট চালালো ১০/১২ জনের একদল দুষ্কৃতি। গতকাল রাতে দিনহাটা থানার মাতালহাট এলাকায় ওই ঘটনা ঘটেছে। দুষ্কৃতিতে বাঁধা দিতে গেলে মারাত্মক ভাবে আক্রান্ত হন কাপড় ব্যবসায়ী পরেশ বর্মণ। তাঁকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও পরেশ বর্মণের আরও দুই আত্মীয় ওই ঘটনায় আহত হয়েছেন।
দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতি দল ২২ হাজার টাকা নগদ, প্রায় ২ লক্ষ টাকার সোনার অলঙ্কার এবং দুটি এন্ড্রয়েট মোবাইল নিয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এছাড়াও কাপড় ব্যবসায়ী পরেশ বর্মণকে বন্দুকের গোড়া দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
করোনা মহামারির জেরে টানা লকডাউন শুরু হওয়ার পর কোচবিহার জেলা জুরেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেভাবে কোথাও ডাকাতির ঘটনা ঘটতে দেখা যায় নি। এবার দিনহাটার মাতাল হাটে এক ব্যবসায়ীর বাড়িতে সেই ডাকাতির ঘটনা ঘটায় উদ্বেগ ছড়াল ব্যবসায়ী মহলে।

Developed by