Breaking
26 Dec 2024, Thu

দুয়ারে সরকারে টাকা নিয়ে ফর্ম ফিলাপের ঘটনায় আটক ১জন

জেএনএফ ওয়েব ডেস্ক :-দুয়ারে সরকারের ফরম টাকার বিনিমযয়ে ফিলাপ করা হচ্ছে- এই অভিযোগে এক ব্যক্তিকে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সদর ব্লকের খড়িয়া অঞ্চল এলাকায়। এখনে এদিন প্রথম পর্যায়ে দুয়ারে সরকারের কাজ চলছিল। অভিযোগ এক ব্যক্তি টাকার বিনিমযয়ে বিভিন্ন ফরম ফিলাপ করছিলেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় নিমেষের মধ্যেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। এ বিষয়ে উপপ্রধান সুভাষ চন্দ বলেন, এ ধরনের যে কোন ঘটনা ঘটলে পুলিশের কাছে খবর দেওয়া হবে তা আমরা আগেই বলেছিলাম। এদিনও এরকম একটি খবর পাওয়া গিয়েছিল। কেউ টাকা নিয়ে ফর্ম ফিলাপ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Developed by