Breaking
26 Dec 2024, Thu

আবাস যোজনার ঘর না পাওয়ায়  বিক্ষোভে রাজ্য সড়ক অবরোধে এলাকাবাসী

জেএনএফ ওয়েব ডেস্ক :-আবাস যোজনার ঘর না পাওয়ায়  বিক্ষোভে সামিল সাধারণমানুষ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটি গুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের। ইসলামপুর টু মাটিকুন্ডা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ইসলামপুর থানার রিংকুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার রিংকুয়া এলাকায় প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রায়পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে vrp কর্মীরা যে সার্ভে করেছিল তাতে VRP কর্মীদের গাফিলতির কারণে প্রকৃত উপভোক্তারা  আবাস যোজনার ঘর পাননি  এমনকি রায়পাড়া এলাকার প্রত্যেকটি পরিবার অভিযোগ। বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন । পরবর্তীতে ইসলামপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিকরা ঘটনার তদন্তের আশ্বাস দিলে স্থানীয় জনগণ অবরোধ তুলে নেন। ভারী বর্ষণের মাঝে এই অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

Developed by