Breaking
25 Dec 2024, Wed

এবার রাখিতেও মমতা ও মোদি একে অপরকে টেক্কা !

জেএনএফ ওয়েব ডেস্ক :-রাখি বন্ধন আর সেই রাখি বন্ধন উপলক্ষে মানুষের সব ভেদাভেদ ভুলে মেল বন্ধনে আবদ্ধ হতে একে অপরকে রাখি পরিয়ে বিশেষভাবে দিনটিকে উদযাপন করা হয়। কিন্তু এ বছর বাজারে এসে গেলো এক নতুনত্ব রাখি, যা কেনার জন্য ক্রেতাদের মধ্যে আগ্রহ যথেষ্টই। ব্যবসায়ীরা জানান গতবছর লকডাউন এর কারণে বেচাকিনা একপ্রকার বন্ধ ছিল বলেই বলা চলে। এবছর রাখি কেনার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী সমালোচনায় কেউ এক পা পিছিয়ে নেই। আর এই রাখি বন্ধন কে ঘিরে বাজারে একে অপরকে টেক্কা নিচ্ছে দুজনেই , নদীয়ার বিভিন্ন প্রান্তের রাখির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই হাতিয়ে খুঁজে বেড়াচ্ছেন মোদি এবং মমতার ছবি দেওয়া রাখি। বিক্রেতারা জানান, নব যৌবনের ছেলেমেয়েরা অন্যান্য রাখি কিনলেও দলীয়ভাবে যে যাকে সমর্থন করে তারাই এই রাখি কিনছেন বেশি। একাংশ বিক্রেতারা জানান, মমতার ছবি দেওয়া রাখি দিয়ে উঠতে পারছিনা। অপর একাংশ বিক্রেতারা জানান, মোদির ছবি দেওয়া রাখি বেশি বিক্রি। স্বভাবতই আগামীকাল রাখি বন্ধন, আর এই রাখীবন্ধন উপলক্ষেই দুই হেভিওয়েট এর রাখি বাজারে আশায় ব্যবসার ক্ষেত্রে লাভজনক বিষয় নিয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস মিলছে তাদের। রাজনীতিতে যাই হোক না কেন যে যার দলের প্রতি ভালোবাসা তা রাখি কেনার মধ্যে দিয়েই 2024 এর নির্বাচনের একপ্রকার সমীকরণ বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

Developed by