ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৪৩ শে পা দিল…’আনন্দন’ নাট্যসংস্থা। ঝাড়গ্রামের মত এলাকা থেকে অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে ‘আনন্দন’। সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তারা। সংস্থার কর্ণধার সঞ্জীব সরকার,’আজকে দিনে আমাদের নাট্যদল ৪৩ শে পা দিল। এজন্য ঝাড়গ্রামের নাট্যমোদী মানুষজনের কাছে কৃতজ্ঞ। বর্তমান মোবাইলের যুগে নাট্যদলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা খুবই কঠিন। তাও আমরা শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ নাট্যসংস্থা ‘আনন্দন’ এদিন ৪৩ শে পা দিল। আর সেই উপলক্ষে ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রজ্বলন করা হয়। তারপর আনন্দনের কিছু কথা আলোচনা করা হয়। নবীনদের বরণ এর পাশাপাশি আবৃত্তি, নৃত্য, নাটক ‘ইন্টারভিউ’ প্রদর্শন করা হয়।