Breaking
25 Dec 2024, Wed

সেপ্টেম্বরে পাহাড়ে আত্মপ্রকাশ করবে অনিতের নতুন দলের, পাহাড়ে নতুন সমীকরণ

জেএনএফ ওয়েব ডেস্ক : শীতের পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। জল্পনা-কল্পনা শেষ সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করতে চলেছে পাহাড়ের নতুন একটি রাজনৈতিক দলের । শুক্রবার দার্জিলিংয়ে একটি হোটেলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা ২ য়ের কার্যকরী সভাপতি অনিত থাপা। তবে গোর্খা জনমুক্তি মোর্চা দুই নামে আর কোনো রাজনৈতিক দল থাকবে না বলে জানা গিয়েছে। সম্প্রতি কিছুদিন আগে দলের সভাপতি পদ থেকে বিনয় তামাং পদত্যাগ করার পরই দলের দায়িত্ব কাঁধে এসেছিল অনিত থাপার। তবে গত কয়েকদিন ধরে পাহাড়ে রাজনৈতিক জল্পনার মধ্যেই উড়ছিল পাহাড়ে পৃথক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারেন অনিত থাপা। অবশেষে শুক্রবার সেই জল্পনার শেষ সিলমোহর দিলেন খোদ দলের কার্যকারী সভাপতি অনিত থাপা। শুক্রবার দার্জিলিঙে অনিত থাপার নেতৃত্বে একটি বৈঠক হয়। বৈঠক শেষে অনিত থাপা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা নতুন দল ঘোষণা করব। সেই দিনই দলের নাম ও প্রতীক এবং পতাকাও আত্মপ্রকাশ করা হবে। পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ হবে।”

Developed by