Breaking
27 Dec 2024, Fri

অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র উৎসব মহরম

জেএনএফ ওয়েব ডেস্ক :- সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বত্র একপ্রকার অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র উৎসব মহরম। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার আরবি মহরম মাসের ১০ তারিখ। এই তারিখেই মহরম রাজতন্ত্রের বিরোধিতা করে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর নয়নের মনি ইমাম হোসেন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ধর্মপ্রাণ মুসলিমরা প্রতি বছর এই ঘটনাকে স্মরণ করে শোকের আবহে মহরম দিনটিকে উদযাপন করেন। গত বছরের মতো কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের অন্যান্য জায়গার মতো জলপাইগুড়িতেও অনাড়ম্বরভাবে পালিত হল এই দিনটি । এ নিয়ে গত ১০ ই আগস্ট জেলার বিভিন্ন মহরম উৎসব কমিটিকে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি সভার আয়োজন করা হয় এবং স্থির হয় গত বছরের মতো এ বছরও জনস্বার্থের কথা বিবেচনা করে কোন শোভাযাত্রা বা লাঠি খেলা প্রদর্শন না করেই মহরম দিনটিকে পালন করা হবে। সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই জলপাইগুড়ি সদর ব্লকের মাদারগঞ্জ কাদোবাড়ী মহরম উৎসব কমিটি এবছর কোনো মিছিল বা খেলা প্রদর্শনের ব্যবস্থা না করে কেবলমাত্র ধর্মীয় কিছু নিয়মের মাধ্যমেই দিনটিকে পালন করল।

Developed by