জেএনএফ ওয়েব ডেস্ক :-বাংলাদেশী প্রশ্নে এবার নিজে মুখে উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। গতকাল সন্ধ্যায় কোচবিহারে ফিরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রথমে তিনি মদনমোহন মন্দিরে গিয়ে পূজা দেন। এরপরেই দলের জেলা কার্যালয়ে গিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রথমত তিনি এখানকার ভূমিপুত্র। ছোট বেলায় তিনি এখানকার স্কুলেই পড়াশুনা করেছেন। সেটা অনেকেই জানেন। এমনকি তাঁর ভেটাগুড়ির গ্রামে সাংবাদিকদের আমন্ত্রণ জানান নিশীথ প্রামাণিক। সেখানকার প্রবীণ বাসিন্দাদের সাথে কথা বলার অন্য আহ্বান করেন।
এরপরেই নিশীথ প্রামাণিক বলেন, “আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী সভায় জায়গা দেওয়ায় বিরোধী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে এসব প্রচার করছে। রাজ্য সরকার যদি এনআরসি করে, তাহলে আমি প্রথমে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভারতীয় হওয়ার প্রমাণ দিয়ে আসব।”
কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে নিশীথ প্রামাণিককে নিয়ে বাংলাদেশে থাকা তাঁর আত্মীয় স্বজনরা উৎসবে মেতে ওঠে। সেই খবর প্রচারিত হয় বাংলাদেশ বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপরেই নিশীথ প্রামাণিককে বাংলাদেশী বলে দাবি করে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই বিভিন্ন সভায় বক্তব্য রাখতে শুরু করেন। শুধু বাংলাদেশী নয়, তাঁর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল নেতাদের। তৃণমূলের ওই অভিযোগের উত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কখনও সরাসরি দিতে দেখা যায় নি।
তাই এদিন কোচবিহারে ফেরার পরেই সাংবাদিকদের ওই প্রশ্নের মুখে পড়তে নিশীথ প্রামাণিককে। আর পোক্ত রাজনৈতিক নেতার মতই উত্তরও দেন তিনি।