Breaking
27 Dec 2024, Fri

বেলপাহাড়িতে বেড়াতে এসে পা হড়কে জলে পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের শিশুর।


ঝাড়গ্রাম নিউজ ফ্যাশ ডেস্ক: বারুইপুর থেকে ঝাড়গ্রামে বেড়াতে এসে ঘাঘরায় জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। আট বছরের ওই শিশুটির নাম নাম সমৃদ্ধ দাস। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দত্তপাড়া রোডে। পাথরের খাঁজে মিনিট পনেরো আটকে থাকার পর উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঝাড়গ্রামে বেড়াতে এসে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল বেলপাহাড়ির ঘাঘরা জলপ্রপাতে। পুলিশ জানিয়েছে, মৃতের বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারো নাগাদ ঘটনাটি ঘটে ঘাঘরা জলপ্রপাতে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সমৃদ্ধ বাবা-মা ও তার পরিবারের সাথে ঝাড়গ্রামে ঘুরতে এসেছিলেন। সমৃদ্ধের বাবা সুশান্ত দাস পেশায় ব্যবসায়ী। ঝাড়গ্রামের একটি গেস্ট হাউসে উঠেছিলেন তাঁরা। এদিন সকালে বেলপাহাড়িতে ঘুরতে গিয়েছিলেন। বর্ষার জেরে ঘাঘরা জলপ্রপাতে এখন সম্পূর্ণ জলমগ্ন। পরিবাররের অজান্তে বাচ্চাটি পা হড়কে জলে পড়ে যায়। পরে সিভিক ভলেন্টিয়ার বাচ্চাটিকে উদ্ধা করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদেন্তর পর মৃতদেহ পরিবারে হাতে তুলে দেওয়া হয়।

Developed by