জেএনএফ ওয়েব ডেস্ক :- রেশন সামগ্রী পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করে রেশন সামগ্রী সহ ধৃত দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, দুই ব্যক্তি ভুটভুটি গাড়িতে রেশন সামগ্রী নিয়ে আসাম রাজ্যের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর ঠিক তখনই স্থানীয় বাসিন্দারা সেই ভুটভুটি গাড়ি সমেত দুই ব্যক্তিকে আটক করে গ্রামবাসীরা। পরবর্তীতে বক্সিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রেশন সামগ্রী সহ ওই দুই ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, বাঁশ রাজা এলাকায় তাঁজির উদ্দিন মিয়া নামে স্থানীয় ওই রেশন ডিলারের বেশ কিছুদিন ধরেই সরকারি রেশন খাদ্য সামগ্রী বাইরের রাজ্যে পাচার করছিলেন। কিন্তু সাধারণ মানুষ যখন এক সপ্তাহের মাল পরের সপ্তাহে নিতে যায় তখন সেই রেশন ডিলার তাদের মাল দিতে নাকচ করে দেয় তাহলে কিভাবে এতগুলি মাল সেই রেশন ডিলার বাইরে পাচার করছে সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা এর ন্যায় বিচারের দাবী রাখছি
যদিও এই ঘটনা প্রসঙ্গে রেশন ডিলার তাঁজির উদ্দিন মিঞা বলেন, আমি কোন রেশন সামগ্রী বিক্রি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
ঘটনা প্রসঙ্গে বক্সিরহাট থানার ওসি শুভজিৎ ঝাঁ বলেন,দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে,এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।