Breaking
27 Dec 2024, Fri

দিনহাটায় সংঘর্ষ তৃণমূলের গুলিবিদ্ধ ১, তীরবিদ্ধ ২

জেএনএফ ওয়েব ডেস্ক:- গীতালদহের ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তির, বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আব্দুল জলিল মিয়া এবং তির বিদ্ধ হয়েছেন আতিকুল হক নামে দুই তৃণমূল কর্মী। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এদিন এবিষয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “গীতালদহের সংঘর্ষের ঘটনায় আমাদের একজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা পুলিশকে বলেছে যথাযথ ব্যবস্থা নিতে। এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল নয়। ব্যক্তি কেন্দ্রীক ঘটনা। এর সাথে তৃণমূল কংগ্রেসের কেউ যদি কোন ভাবে যুক্ত থাকে, তাহলে দল ব্যবস্থা নেবে। রাজ্য নেতৃত্ব যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তার জন্য আবেদন করা হবে।”

Developed by