জেএনএফ ওয়েব ডেস্ক :-নিয়োগের দাবিতে জেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি কৃষ্ণনগর শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো ডি এল এড উর্ত্তীন্ন চাকরিপ্রার্থীরা। ডি এল এড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্বেও এখনো পর্যন্ত তাদের পূর্ণ শিক্ষক-শিক্ষিকা রূপে কর্মে নিয়োগ করেনি রাজ্য সরকার। যার ফলে উত্তীর্ণ বহু চাকরিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকার বয়স বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে ভবিষ্যতে তারা নিয়োগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন বলেও এই দিন অভিযোগ করেছেন চাকরিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকারা। এছাড়াও অবিলম্বে তাদের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়ার দাবিতেই মূলত এইদিনের বিক্ষোভ-সমাবেশ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে সামিল হতে এসে তীব্র দাবদাহের প্রভাবে কয়েকজন বিক্ষোভকারীৎচাকরিপ্রার্থী অসুস্থ হয়ে যাওয়ার কারণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এদিনের বিক্ষোভ কর্মসূচিতে। পরে অন্যান্য বিক্ষোভকারীদের সহযোগিতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবিলম্বে চাকরিতে নিয়োগের দাবি তোলার পাশাপাশিপরিবেশের ভারসাম্যতা বজায় রাখার লক্ষ্যে কৃষ্ণনগর শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করেন বিক্ষোভকারীরা বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি মত অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এইদিন বিক্ষোভ মঞ্চ থেকে সরাসরি দাবি করেছেন ডি এল এড উর্ত্তীন্ন চাকরিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকারা।