জেএনএফ ওয়েব ডেস্ক:-অশান্ত আফগানিস্তান, সেখানেই কর্মসূত্রে হোটেলের কাজে গিয়েছিলেন নদীয়ার তাহেরপুর বারাসাত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অশোক ঘোষ। গত ছয় মাস আগে পরিবার ছেড়ে আফগানিস্থানে গিয়েছিলেন। সবই ঠিকঠাক ছিল, বেশ কিছুদিন পর থেকেই চোখের সামনে আফগানিস্তানকে অশান্ত হতে দেখেছে অশোক। খবরের শিরোনামে উঠে আসা আফগানিস্তানের খবর টিভিতে দেখার পরপরই হতাশ হয়ে পড়ে অশোক ঘোষ এর পরিবার। যদিও বাবা সুভাষ বোস জানান, ছেলের সাথে ফোনে কথা হয়েছে বলছে ভালই আছি কিন্তু মন মানছে না। প্রশাসনের কাছে আমার আরজি, ছেলে অশোক ঘোষকে অশান্ত আফগানিস্তান থেকে আনার ব্যবস্থা করুক। স্বভাবতই দুশ্চিন্তায় রাতের ঘুম কেড়েছে অশোক ঘোষের পরিবারের পরিবারে তার স্ত্রী এবং দুটি সন্তানও রয়েছে। বাবা সুভাষ ঘোষ জানান, প্রতিটা ঘণ্টা এখন আমাদের কাছে আতঙ্কের দানা বেঁধেছে রাতের ঘুম চলে যাওয়ার পাশাপাশি চোখের জল ধরে রাখা যাচ্ছে না। সরকারের কাছে একটাই প্রার্থনা ছেলে অশোক ঘোষ কে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে আসুক।