জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি গৌরী হাটের করলা সেতু বেহাল দশা। যখন তখন ঘটে যেতে পারে বড়সর দুর্ঘটনা৷ এই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে নতুন করে জেলা পরিষদের উদ্যোগে সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করা হল। ৬ কোটি ২০ লক্ষ ৫২ হাজার টাকা খরচ করে সেতুর কাজ শুরু হল। বাংলার গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে সেতু তৈরির কাজের শিলান্যাস করা হল বৃহস্পতিবার। এক বছরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হবে বলে দাবি জেলা পরিষদের৷ বৃহস্পতিবার সেতুর পাশে মঞ্চ করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুর শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি বিধায়ক প্রদীক কুমার বর্মা, জেলা পরিষদের সদস্য গীতা রাজবংশী, নুর জাহান বেগম, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে প্রধান, সুনিতী চন্দ লোহার, পাতকাটার প্রধান প্রধান হেমব্রম। একদিকে রংধামালির, নতুন বস্তি, করলা ভ্যালী অন্যদিকে গৌরীহাট, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দফতর রয়েছে। এই কারণে সেতুর গুরুত্ব অনেকটাই বেশি।জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ বলেন, এক বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে।