জেএনএফ ওয়েব ডেস্ক :- স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটাতে এবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আনন্দ চন্দ্র কলেজে। এগিয়ে এল NSS, NCC। শিবিরে সদর হাসপাতালের চিকিৎসক লাকী মাহাতো সহ চার জনের প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাডব্যাংকে পাঠানো হয়। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন কলেজের ছাত্র ছাত্রী , NCC এবং NSS এর ছাত্র ছাত্রীরা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশীষ দাস, (এনসিসি) ৬১ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার অঞ্জন সেনগুপ্ত , NSS প্রোগ্রাম অফিসার ডক্টর বিপুল চন্দ্র সরকার, NCC অফিসার ডক্টর পরিমল ব্যাপারী সহ অন্যান্যরা।