জেএনএফ ওয়েব ডেস্ক :- দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল ২০১৪ টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত চাকুরী প্রার্থীরা। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে জমায়েত করে বিক্ষোভ দেওয়া ২০১৪ প্রাথমিক টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ নামে একটি সংগঠন। পরে তাঁদের মধ্যে কয়েকজনের প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের হাতে তাঁদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দিয়ে আসেন।
ওই সংগঠনের পক্ষ থেকে অপর্ণা রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষিত চাকুরী ২০ হাজার চাকুরি প্রার্থীদের মধ্যে ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকিদের ধাপে ধাপে নিয়োগ হবে। কিন্তু পর্ষদ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১২ হাজার জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবং তাঁদের চাকুরি দিয়ে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ করতে চাইছে। কিন্তু বাকি ৮ হাজার টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড হয়ে রয়েছে, তাঁদের দ্রুত ইনক্লুডেড করে পূজার আগেই।