Breaking
1 Nov 2024, Fri

আফগানিস্থানে আটকে কার্শিয়াংয়ের শেখর গুরুং সহ ৭৫জন আতঙ্কে পরিবার

জেএনএফ ওয়েব ডেস্ক:- কর্মসূত্রে আফগানিস্তানের কাবুলে গিয়ে আটকে আছেন দার্জিলিং, কার্শিয়ংয়ের বেশ কয়েকটি পরিবার। সব মিলিয়ে দার্জিলিং জেলার ৭৫ জন আটকে রয়েছে কাবুলে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওদিকে তালিবানি শাসনের জেরে পাহাড়ে থাকা পরিবারের সদস্যদের ঘুম উবে গিয়েছে। দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের মন্টিভিটের বাসিন্দা শেখর গুরুং কর্মসূত্রে আফগানিস্তান গিয়েছিলেন। জানাগেছে তিনি কাবুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তালিবানরা দেশ দখলের পর তিনি সেখান আটকে পড়েন।অন্যদিকে এই খবরের পর তার পরিবারের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ! পরিবার তরফে জানাগেছে মঙ্গলবার পর্যন্ত ফোনে কথা হয়েছে শেখর গুরুংয়ের সঙ্গে। তার সঙ্গেও কথা বলেছেন তার পরিবারের লোকেরা। খাওয়া দাওয়া নেই। ঘুমও নেই। শুধুই আতঙ্কে শিউরে উঠছেন তারা বলে ফোনে জানিয়েছেন শেখর।

Developed by