Breaking
24 Dec 2024, Tue

জীবিত সদ্যজাতকে মৃত বলে জানানোর অভিযোগে কোচবিহার মেডিক্যাল কলেজে বিক্ষোভ, চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক : সদ্যজাত জীবিত শিশুকে মৃত বলে জানানোর অভিযোগ তুলে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখাল তাঁর আত্মীয়স্বজনরা। আজ দুপুরে ওই বিক্ষোভকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার ২ নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী এলাকার বসিন্দা রাজু হাজরা তাঁর স্ত্রী বীথিকা হাজরার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করায়। গতকাল ভর্তি হওয়ার পরে একটি মৃত সন্তান প্রসব করে বলে রাজু হাজরাকে মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়। কিন্তু এদিন সকালে হাসপাতাল থেকে ওই শিশুকে বাড়িতে নিয়ে গিয়ে সৎকার করতে গেলে আচমকা শিশুটি নরে ওঠে বলে রাজু হাজরার পরিবারের পক্ষ থেকে দাবিও করা হয়। শুধু তাই নয়, শিশুটি কান্নাও করে ছিল দাবি পরিবারের। মোবাইলে একটি ভিডিও করে নিয়ে এসেছিলেন ওই প্রসূতির পরিবার।অন্যদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গতকাল ওই প্রসূতি যে সন্তান প্রসব করেছিলেন, তা পূর্ণ বয়স্ক নয়। ফলে সেটাকে ভ্রূণ বললেও ভুল বলা হবে না। শিশুটি মৃত অবস্থায় জন্ম নেয়। তা ওই প্রসূতির পরিবারকে দেখানো হয়েছে। তাঁরা দেখার পর স্বাক্ষর করে দিয়েছে। আজ আচমকাই একটি ভিডিও তুলে এনে ওই শিশুটিকে ভর্তি করায়, কিন্তু চিকিৎসকরা দেখার পর জানিয়ে দেন সেটি মৃত। এখন ওই পরিবার শিশুটিকে নিতে চাইছে না। তাই আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ সেটাই করা হবে।

Developed by