Breaking
25 Dec 2024, Wed

করোনা স্বাস্থ্যবিধি মেনে,পুলিশি প্রহরায় জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো অনুষ্টিত হল

জেএনএফ ওয়েব ডেস্ক:- করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং পুলিশি প্রহরায়  জলপাইগুড়ি  বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো  মঙ্গলবার সকাল থেকে নিয়ম নিষ্ঠার সঙ্গে শুরু হয় ।  করোনা আবহে এবারও বন্ধ  জলপাইগুড়ির রাজবাড়ির মনসা পুজোর মেলা। জলপাইগুড়ির বহু প্রাচীন রাজবাড়ির ঐতিহাসিক মনসা পূজো এবছরে ৫১৬ বছরে পর্দাপন করলো৷ সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।  আগে ১মাস ব্যাপী মেলা চললেও  এখন এক সপ্তাহ ব্যাপী হয়। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে মনসার  পুজো হল।  রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন ,গত বারের মত এবারও করনা আবহে বাঁশের  ব‍্যারিকেট  করে মনসা পুজোর আয়োজন করা হয়। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হচ্ছে  এবছর । এদিন ভক্তরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে  মন্দিরে পুজা দেন।  আগামী  ১৯আগস্ট পর্যন্ত মনসা পুজো হবে। তবে এবছর মনসা পুজো ঘিরে মেলা না বসলেও  বিষহরি গানের আসর থাকছে । তবে তাও আবার পাঁচ জন  শিল্পীর সমন্বয়ে হবে বলে জানান শিবু বাবু।

Developed by