Breaking
1 Nov 2024, Fri

গঙ্গার গর্ভে ১০টি বসত বাড়ি,আতঙ্কিত এলাকার মানুষ

জেএনএফ ওয়েব ডেস্ক :-আবারো গঙ্গা ভাঙন অব্যাহত, এবার পরপর প্রায় দশটি বছর বাড়ি তলিয়ে গেল গঙ্গাবক্ষে। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছে স্থানীয়রা। নদীয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ঘটনা। উল্লেখ্য নদীয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। গতকাল রাত থেকে গঙ্গা ভাঙ্গন শুরু হয়। নিমেষেই চোখের সামনে বিঘা বিঘা জমি এবং বসতবাড়ি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে একাধিক পরিবার স্থানীয় একটি সরকারি স্কুলে আশ্রয় নিয়েছেন। বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ গঙ্গা ভাঙ্গন এই প্রথম নয় প্রতিবছর নিয়মিতভাবে ভাঙন চলতে থাকে। প্রশাসনসহ জনপ্রতিনিধি সকলকেই একাধিকবার স্থানীয়দের তরফে গঙ্গার পাড় বাঁধানো কথা বলা হয়। শুধু তাই নয় জেলাশাসক থেকে শুরু করে সেচ দপ্তর লিখিত আবেদন জানানো হয়। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। শুধুমাত্র নাম সাক্ষী বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাধানোর কাজ করেছে সেচ দপ্তর। কিন্তু তাও নিমেষের মধ্যে গঙ্গাবক্ষে তলিয়ে যায়। তাদের দাবি এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম শুদ্ধ গঙ্গাবক্ষে তলিয়ে যাবে।তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙ্গন রোধ করার কোন ব্যবস্থা করুক। এ বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বিন্দাবন প্রামাণিক বলেন, ইতিমধ্যেই শান্তিপুরের বিডিও এবং জেলা শেষ দপ্তরের সাথে কথা হয়েছে। আজ থেকেই প্রাথমিকভাবে তারা সরজমিনে খতিয়ে দেখে কাজ শুরু করবে বলে জানা গেছে। তবে বড় একটি প্রকল্প আসতে চলেছে সেটা শুরু হলে অনেকটা সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন।

Developed by