Breaking
25 Dec 2024, Wed

চিকিৎসা না পেয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের তালা মেরে বিক্ষোভ স্থানীয়রা

জেএনএফ ওয়েব ডেস্ক :- চিকিৎসা না পেয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় কাউয়ারডারা উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই প্রাথমিক চিকিৎসা না পেয়ে ধৈর্য হারিয়ে তালা মেরে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু স্থানীয়রা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তার পর স্থানীয়দের সাথে কথা বলে তাদের আশ্বাস দেন যে বি এম ও এইচ আসবেন। পুলিশের আশ্বাস পেয়ে স্থানীয়রা তালা খুলে দেয়।
কিন্তু বি এম ও এইচ এসেই ধমকির সুরে কথা বলতে শুরু করলে আরো উত্তেজিত হয়ে যায় স্থানীয়রা। বি এম ও এইচ এর সঙ্গে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। তিনি জানান উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের ও শিশুদের ভ্যাকসিনেশন করা হয় শুধুমাত্র। এলাকাবাসীর প্রশ্ন গর্ভবতী মহিলাদের হাত কাটলে কোথায় যাবে উত্তরে বি এম ওই জানায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে। স্থানীয়রা লিখিতভাবে দিতে বললে তিনি লেখেন লাল ওষুধ ও ব্যান্ডেজ এর সাপ্লাই আসলে পাওয়া যাবে। বি এম ও এইচ এর বলা কথা ও লেখায় অমিল দেখে আর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
এদিন সুপ্রিয় ধর জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষদের চিকিৎসার জন্য ব্যবহৃত ব্যান্ডেজ লাল ওষুধের সুবিধা পর্যন্ত নেই। বি এম ও এইচ নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে সেটা তার একেক সময় একেক কথা থেকেই বোঝা যাচ্ছে। যদি তিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করে নেওয়া উচিত।

Developed by