জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রাচীনরীতি মেনে ময়নাকাঠের পুজোর দিয়ে কোচবিহার বড়দেবীর পুজোর শুভ সূচনা হল আজ। সোমবার কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় ডাঙরাই মন্দিরে ওই ময়না কাঠের পুজোয়। এই ময়নাকাঠ দিয়ে দুর্গা মায়ের মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
জানা গেছে,প্রাচীনরীতি মেনে প্রায় ৫০০ বছর আগে থেকে এই ময়না কাঠ দিয়ে কোচবিহারের বড় দেবী মায়ের প্রতিমা নির্মাণ হয়। ওই ময়নাকাঠ সাড়ে সাত ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। তাই শ্রাবণ মাসের শুক্ল অষ্টমী তিথিতে বড় মায়ের এই ময়নাকাঠ পুজো সম্পূর্ণ হয়। তাই আজ সেই ময়না কাঠের পুজো করা হল বলে জানা গিয়েছে।
এ বিষয়ে রাজ পুরোহিত যোগেন্দ্র নাথ দেব বলেন, শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই ময়না কাঠ পুজো হয়ে থাকে। এই পুজোর পর আজ সন্ধ্যায় দুয়ার বক্সি উনি পাল্কিতে করে মদনমোহন বাড়ি নিয়ে যাবেন। তার পর সেখানে ১ মাস বিশেষ পুজা অর্চনা হবে। তার পর সেখান থেকে রাঁধা অষ্টমী তিথিতে এই ময়না কাঠকে মদনবাড়ি থেকে দেবীবাড়ি বড় মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হবে সেখানে বিশেষ পুজো অর্চনা হবে, এই পুজোর ৩ দিন পর থেকে মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হবে।