Breaking
1 Nov 2024, Fri

রাজ্য সরকারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান  জলপাইগুড়িতে


জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের রাজ্য সরকারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান  জলপাইগুড়িতে। আর একে ঘিরেই সোমবার তুমুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল জলপাইগুড়ি পুরসভার জনসাধারণের মধ্যে। ফনিন্দ্রদেব বিদ্যালয়ে খোলা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। এখানে বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর বিভিন্ন স্বপ্নের প্রকল্প গুলির কাজ এখান থেকেই হচ্ছে। তাদের তার মধ্যে স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার প্রভৃতি উল্লেখযোগ্য। শহরের বাসিন্দা রিয়া চক্রবর্তী, আরতী চৌরাসিয়া একযোগে জানালেন, তারা লক্ষী ভান্ডার এর জন্য এদিন দুয়ারে সরকারের বা পাড়ায় সমাধানের ক্যাম্পে এসেছেন। দিদি যেভাবে কাজ করছেন তা সাধারন মানুষের প্রভুত সুবিধা হচ্ছে বলে জানান তারা। অন্যদিকে শিলা সরকার এসেছেন শিলিগুড়ি থেকে। তিনি বলেন, তার কাস্ট সার্টিফিকেট করার উদ্দেশ্য নিয়েই দুয়ারে সরকারের এই ক্যাম্পে আসা। তবে স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের নজরদারি আরেকটু হলে বেশি ভালো হতো বলে জানান তিনি।

Developed by