Breaking
25 Dec 2024, Wed

স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মাল্যদান ঘিরে নিয়ে তৃণমূল- বিজেপির বচসা

জেএনএফ ওয়েব ডেস্ক :-স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মাল্যদান ঘিরে নিয়ে তৃণমূল- বিজেপির বচসা, সাংসদকে ঘেরাও করে জয় বাংলা স্লোগান। উত্তপ্ত নদীয়ার ভীমপুর থানার পোড়াগাছা এলাকা। খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাধীনতা দিবস উপলক্ষে নদীয়ার ভীমপুর থানার পোড়াগাছা স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার বিশ্বাসের মূর্তিতে মাল্যদান করতে যান রানাঘাট কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এরপরই ওই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের বহু কর্মীরা এসে মূর্তির সামনে জয় বাংলা স্লোগান দিতে থাকে। যোগ বিজেপিকে মাল্যদান করতে বাধা দেওয়া হয়। এরপরই বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ। সাংসদের দাবি, দীর্ঘদিন ধরেই অবহেলায় মূর্তিটি পড়েছিল। এই সরকার স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করে না। সেই কারনেই বিজেপির ছাত্রসংগঠন মূর্তিটি পরিষ্কার করে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামী কে সম্মান জানানোর পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয় এখানে জঙ্গল রাজ চলছে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দেওয়া হয় না।এই সমস্ত ঘটনায় অস্বীকার করেছে যুব তৃণমূল সভাপতি

Developed by