Breaking
26 Dec 2024, Thu

কন্যাশ্রী দিবস পালন জলপাইগুড়ি জেলায়

জেএনএফ ওয়েব ডেস্ক :- জেলার সর্বত্র কন্যাশ্রী দিবস পালিত হল শনিবার। তবে কোভিড বিধি মেনে অনুষ্ঠানসূচি অনেক সংক্ষিপ্ত করা হয় এবার। জেলাশাসকের দফতরে  এদিন কন্যাশ্রী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অসাধারণ প্রতিভার জন্য পুরস্কৃত করা হয় ময়নাগুড়ি ব্লকের সিংগীমারী সিডি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সংঘমিত্রা রায়কে। সংঘমিত্রা ভাওয়াইয়া ও আঞ্চলিক গানে যথেষ্ট সুনাম অর্জন করেছে। পাশাপাশি সেন্টার ফর কালচারাল রিসোর্স এন্ড ট্রেনিং (ভারত সরকারের) এর পক্ষ থেকে ৫০০০ টাকা স্কলারশিপ ও শংসাপত্র তুলে দেওয়া হয় তার হাতে। পাশাপাশি কন্যাশ্রীতে ভালো কাজ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তিনটি কলেজ ও তিনটি স্কুলকে পুরস্কৃত করা হল। ধুপগুড়ির  দুরামারি সি,কে হাইস্কুল, ময়নাগুড়ির ঘোকসাডাঙ্গা এস,এস,এন,এভি হাইস্কুল,  রাজগঞ্জের বাগডোগরা ধুমডাঙ্গী এমএসকের কর্তৃপক্ষের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজগঞ্জ গভমেন্ট পলিটেকনিক, ধুপগুড়ি গার্লস কলেজ, ময়নাগুড়ি গভমেন্ট পলিটেকনিক কলেজকে পুরস্কৃত করা হল। এছাড়া  কন্যাশ্রীতে ভালো কাজ করার জন্য মেটেলি বিডিও অফিস, মালএসডিও অফিস এবং ধুপগুড়ি বিডিও অফিসকে পুরস্কৃত করা হয়। জেলার বিভিন্ন ব্লকে কন্যাশ্রীর ট্যাবলো নিয়ে পরিক্রমা করা হয়।

Developed by