Breaking
28 Dec 2024, Sat

স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করতে এসে স্বাস্থ্য বিধী শিকেয়!

জলপাইগুড়ি:- স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের জন্য লম্বা লাইন পড়ল জলপাইগুড়ি পুরসভায়। আর এর জেরেই শুক্রবার কোভিড বিধি ভাঙ্গার এক অনন্য নজির তৈরি হল। অনেকেই কোলের শিশু নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলেন এদিন। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি মানার চিহ্ন পর্যন্ত এখানে দেখা গেল না। স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করতে আসা অনেকেই বিষয়টি স্বীকার করে নিলেন। অনেককেই মাস্ক ছাড়াই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শহরের শম্পা সাহা, রিতা মন্ডল সহ অনেকেই জানালেন, স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না এখানে। আমরা স্বাস্থ্য সাথী কার্ড এর জন্যই দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে আছি বলে জানান তারা।

Developed by