জেএনএফ ওয়েব ডেস্ক :-বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল সাত মাসের এক শিশু কন্যার। মৃত ওই শিশুর নাম জান্নাত মন্ডল।ভয়াবহ ঘটনার সাক্ষী নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকার বাসিন্দারা। জানা যায় নদীয়ার ফুলিয়া পাড়ার বাসিন্দা সাহেব মন্ডল প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া করে নিজের স্ত্রী এবং ওই শিশু কন্যা নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ বাচ্চাটি প্রচণ্ড চিৎকার করে কান্না শুরু করে। এর পর ঘরের আলো জ্বালাতে ওই শিশুকন্যার পাশে একটি কালাচ সাপ শুয়ে থাকতে দেখে।
তৎক্ষণাৎ বাচ্চাটি বমি করতে শুরু করে। এর পরেই তড়িঘড়ি স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা ঐ বাচ্চাটাকে চিকিৎসার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই শিশুর শারীরিক অবস্থা অবনতি দেখে চিকিৎসকরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। আজ সকালে শক্তিনগর জেলা হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। এরপরে কান্নায় ভেঙ্গে পড়ে গোটা গ্রামসহ ওই পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি বৃষ্টি হলেই এখানে জল জমে যায় যে কারনেই এই পোকামাকড়ের উৎপাত বেশি। এছাড়া বর্ষাকালে বিভিন্ন আগাছা ভর্তি হয়ে থাকার কারণে তারা আতঙ্কে বসবাস করে। স্থানীয়রা চাইছেন পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে সব সময় এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেকটা সুবিধা হয়।