জেএনএফ ওয়েব ডেস্ক :- মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলন জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জির উপস্থিতিতে জলপাইগুড়ি মহিলা মোর্চার সদস্যরা বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে কোতোয়ালি থানায় উপস্থিত হন। তৃণমূল নেত্রী’ তথা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। জলপাইগুড়ি মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি বলেন, ভোটের আগে থেকে রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার চলছে। চলছে ধর্ষণ। এ বিষয়ে রাজগঞ্জের প্রসঙ্গ টেনে আনেন তিনি। সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও চলছে এই আইন অমান্য আন্দোলন। পুলিশের ভূমিকাও যথেষ্ট নয় বলে দাবি। এদিন থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ।