Breaking
27 Dec 2024, Fri

বিকল্প নয় গুগল জুম,রাস্তাই হোক ক্লাস রুম”

জেএনএফ ওয়েব ডেস্ক :- “বিকল্প নয় গুগল জুম,রাস্তাই হোক ক্লাস রুম” এই স্লোগানকে সামনে রেখে কোভিড বিধি মেনে অবিলম্বে বিদ্যালয়, কলেজ খোলার দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে “পথে পাঠশালা” কর্মসূচি পালন করলো SFI ফালাকাটা ২ নং লোকাল কমিটি। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কে এই কর্মসূচি পালন করে। সংগঠনের ২ নং লোকাল কমিটির সহ সম্পাদক আশরাফুল হক জানায়, “দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ হওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। তিনি আরো জানান, হাট বাজার শপিং মল, মদের দোকান থেকে শুরু করে সব কিছুই খোলা, সেখানে করোনা বিধি মানা হচ্ছে না। তাই শিক্ষার্থী, শিক্ষাকর্মী, শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে এই প্রতীকী  প্রতিবাদ।”

Developed by