Breaking
27 Dec 2024, Fri

প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে ডিয়াই ফান্ড মার্কেটে অভিযান শিলিগুড়ি পুরনিগমের

জেএনএফ ওয়েব ডেস্ক :-প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে বুধবার শিলিগুড়ির ডিয়াই ফান্ড মার্কেটে অভিযান চালায় শিলিগুড়ি পুরনিগম। এরপর সেখানে বেশ কিছু দোকান থেকে
প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করে। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব,সদস্য রঞ্জন সরকার। এই বিষয়ে গৌতম দেব বলেন শহর শিলিগুড়িকে প্লাস্টিক মুক্ত করা আমাদের উদ্দেশ্য এই অভিযান। এই অভিযান লাগাতার চালানো হবে। আর সমস্ত ব্যবসায়ী কাছে অনুরোধ করছি তারা যাতে প্লাস্টিক ব্যবহার না করে। এই মুহূর্তে মানুষকে সচেতন করা মূল উদ্দেশ্য।

Developed by