Breaking
27 Dec 2024, Fri

কোটি টাকার আর্থিক তছনছ অভিযোগে গ্রেফতার হলেন নাকাশিপাড়া মুড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার

জেএনএফ ওয়েব ডেস্ক :- ২়০১৮ সালে পঞ্চায়েতের এন আর জি এ প্রকল্পের কয়েক কোটি টাকার আর্থিক তছনছ অভিযোগে গ্রেফতার হলেন নাকাশিপাড়া মুড়াগাছা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার। গত কালকে রাত্রে অভিযুক্তকে প্রধানকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ। ২০১৮ সালে তার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে সরকারি প্রকল্পের টাকা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। এই ঘটনায় রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার দাবি করেন তৃণমূল মিথ্যা মামলায় হাসিয়েছেন ফাঁসিয়েছেন ওই প্রধান কে। তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সহিত প্রধানের পদ দের দায়িত্ব সামলেছেন। তৃণমূলের সদস্যদের একটি অংশ তাকে প্রধানের পদে ভোটে দিয়ে নির্বাচিত করেছেন সেই কারণেই তৃণমূলে অপর অংশের ঈর্ষার কারনের জেরে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়।

Developed by