জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপির ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডাকে নবদ্বীপে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার দুপুরে নদীয়ার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধা বাজার মোড় এলাকায় পথ চলতি মানুষজনদের হাতে গাছের চারা তুলে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপির নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি এই জেলার প্রতিটি ব্লকে গত ৯ ই আগস্ট থেকে আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত একাধিক দলীয় কর্মসূচি পালন করা হবে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারিখ একটি অঙ্গ বলে এইদিন জানালেন নবদ্বীপ শহর বিজেপির নেতৃত্ব। বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতেই মূলত এই দিনের বৃক্ষ দান ও বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানা গিয়েছে বিজেপির দলীয় সূত্রে। এছাড়াও নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া এই জেলার বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন স্তরের বিজেপি কর্মী সমর্থকরা। তার প্রতিবাদে ও রাজ্যের গণতন্ত্রকে বাচানোর দাবিতে আগামী দিনে নদীয়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জেলাশাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি রয়েছে বলে এই দিন নবদ্বীপ কিষান মোর্চার বৃক্ষ দান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করতে এসে জানান নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কনভেনার তথা জেলা বিজেপি নেতা অর্জুন বিশ্বাস।