Breaking
27 Dec 2024, Fri

দীর্ঘদিনের বেহাল রাস্তা অবশেষে পাকা, খুশীর হাওয়া এলাকাবাসীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিনের বেহাল  রাস্তা অবশেষে পাকা হওয়ায় খুশি এলাকাবাসী।দীর্ঘ টালবাহানার পর অবশেষে পাকা রাস্তার কাজ শুরু হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪০ পার্টে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, জটেশ্বর চৌপথি সংলগ্ন এলাকা থেকে ওই রাস্তাটি গিয়েছে জটেশ্বর হাজরা পাড়ায়। প্রায় ২৬০ মিটার ওই ঢালাই রাস্তা তৈরি করতে প্রায় নয় লক্ষ টাকা ব্যয় হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর ওই কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে ছিল। ওই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বর্ষা কালে রাস্তা খারাপের কারণে স্থানীয়দের দুর্ভোগে পড়তে হতো। দীর্ঘদিন পর ঢালাই রাস্তা তৈরি করে সমস্যার সমাধান করল জটেশ্বর দুই নং পঞ্চায়েত। এরফলে এলাকাবাসী উপকৃত হবেন।

Developed by