Breaking
1 Nov 2024, Fri

নদীয়াতে গঙ্গার ভয়াবহ ভাঙন শুরু রাত থেকেই

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের গঙ্গা ভাঙ্গন অব্যাহত ।রাত থেকেই শুরু হয় এই ভয়াবহ ভাঙ্গন। প্রায় বেশ কয়েকটি বসত বাড়ি সহ বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেলো গঙ্গা বক্ষে । আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার এলাকার ১৬ নাম্বার ওয়ার্ডের  চর সারাগর এলাকায়।  গ্রামবাসীদের অভিযোগ বিগতো দিনেও এই গঙ্গা ভাঙ্গনের কারনে ভিটেমাটি সহ বিঘের পর বিঘে চাষের জমি তলিয়ে গেছে গঙ্গাবক্ষে । একাধিক বার প্রশাসন আধিকারিকদের জানিও মেলেনি তার সুরাহা। ভাঙ্গন রোধ করার জন্য প্রশাসনিক তরফ থেকে  প্রাথমিকভাবে কিছু বালির বস্তা ফেলা হয়। গ্রামবাসীদের দাবি বালির বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয়। পাকাপোক্ত ভাবে বাঁধানোর ব্যবস্থা করুক প্রশাসন। এই ভাঙ্গনের ফলে আজ বেশ কিছু পরিবারকে ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিতে হলো। বিগত দিনে দেখা গিয়েছে এই ভয়াবহ ভাঙ্গনের ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের । প্রশ্ন থেকেই যায় কবে কাটবে গ্রামবাসীদের আতঙ্ক ? কবে শুরু হবে পাকাপোক্ত ভাবে এই ভাঙ্গন রোধের কাজ ? কবে মিলবে গ্রামবাসীদের সূরাহা ?

Developed by