Breaking
27 Dec 2024, Fri

রেশন দোকানে হয়রানির অভিযোগে পথ অবরোধ এলাকাবাসীর

জেএনএফ ওয়েব ডেস্ক :- রেশন দোকানে হয়রানির অভিযোগে পথ অবরোধ এলাকাবাসীর।ঘটনাটি ফালাকাটা ব্লকের মাদারি রোডের দুই মাইল এলাকায়।গ্রাহকদের অভিযোগ, নতুন নিয়মে রেশন সামগ্রী আনতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয়।দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় মিলছে না রেশন সামগ্রী বলে অভিযোগ।অবশেষে ক্ষুব্ধ গ্রাহকরা দুই মাইল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় দুই ঘন্টা পথ অবরোধ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।ডিলারের পক্ষ থেকে জানানো হয়, সার্ভার ঠিকমতো কাজ না করায় কাজের গতি খুবই কম।ফলে সমস্যা তৈরি হচ্ছে।বর্তমানে অনলাইন পদ্ধতিতে একটু সময় লাগে। ফলে গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হয়।

Developed by