Breaking
27 Dec 2024, Fri

ভাগীরথী নদীর জল বাড়তেই নাকাল নদীয়া বাসী !

জেএনএফ ওয়েব ডেস্ক :-ভাগীরথীর নদীর জল ও বৃষ্টির জলের কারণে নাকাল নদিয়া বাসী। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীতে জলোচ্ছ্বাস বাড়ে যার কারণে নদীয়ার শান্তিপুরের ভাগীরথীর তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে যায়। ভাগীরথী নদীতে বিগত দিনে জল বাড়ার কারণে ভাগীরথীর তীরবর্তী এলাকার একাধিক চাষের জমি থেকে শুরু করে ভিটেমাটি চলে যায় নদীবক্ষে। গতকাল রাত থেকে আবারও ভারী বৃষ্টিপাত হাওয়াই ভাগীরথী নদীতে জল বারা শুরু হয়, যার কারণে শান্তিপুর নৃশিংহপুর কালনা ঘাটের পুরনো বাসস্ট্যান্ড জলমগ্ন হয়ে যায়। ভোগান্তিতে নিত্য যাত্রী সহ বাস চালকেরা এছাড়াও আশেপাশের দোকানগুলোতে জল ঢোকার কারণে সমস্ত আসবাসপত্র গুছিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন দোকান ব্যবসায়ীরা। অন্যদিকে নদিয়ার বাদকুল্লা, কল্যাণী, রানাঘাট, নবদ্বীপ, চাকদহ এ সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে সড়ক থেকে শুরু করে যাতায়াতের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। একপ্রকার বলা যেতেই পারে ভারী বৃষ্টিপাতের কারনে নদীয়ার একাধিক জায়গায় শহর ও গ্রাম গুলিতে জল জমার শুরু হয়েছে। যার কারণে নাকাল নদিয়া বাসী।

Developed by