জেএনএফ ওয়েব ডেস্ক :নদীয়ার কৃষ্ণগঞ্জে নানা সময়ে নানা ধরনের অনুষ্ঠান হত অথচ কোন হল বা থিয়েটার রুম ছিল না । সেই ভাবনা থেকেই মাজদিয়াই ধুমধাম করে তৈরি করা হয়েছিল রবীন্দ্র ভবন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সামিতির উদ্দ্যোগে ।১৯৪১সালের বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন তাঁর এই মৃত্যুতিথি স্মরণে বিভিন্ন স্থানে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করা হয় শ্রদ্ধায় স্মরণে আজকের দিনটি প্রতিপালিত হয় বিভিন্ন স্থানে । কিন্তু দুঃখের বিষয় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি পরিচালিত মাজদিয়া কলেজের পার্শ্বে অবস্থিত রবীন্দ্রভবনেররবীন্দ্র মূর্তিটিতে আজ মাল্যদান করা হল না সরকারিভাবে ,বা কোন সংগঠনের পক্ষ থেকে । এমনকি মূর্তির চারিদিকে জঙ্গলে ছেয়ে গেছে ।স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারিভাবে রবীন্দ্রনাথের মৃত্যু দিন টি স্মরণ করা উচিত ছিল । কিন্তু সেটি না হওয়াই টাই দুঃখের ও বেদনার । স্বাধীনতার এতবছর পড়েও রবীন্দ্রনাথ অবহেলায় পড়ে রইলো এটা মেনে নেওয়া যায় না ।যাভাবতেও অবাক লাগে ।কবে ফিরবে এদের হুঁশ । অথছ সরকারের ঘোষিত কর্মসূচি পালন করতে এদের ভুল হয়না । হায়রে দুনিয়া একি তোমাদের মহিমা ।