Breaking
26 Dec 2024, Thu

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জে দুটি লড়ির সংঘর্ষ,আহত ২

জেএনএফ ওয়েব ডেস্ক :-রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে দুটি লড়ির সংঘর্ষ। এই ঘটনায় আহত দুজন। জানা গিয়েছে যে এদিন ভোরবেলা একটি ১০চাকা লড়ি মুরালিগঞ্জে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। ঠিক সেই সময় অপর একটি ১০চাকা লড়ি ফুলবাড়ি থেকে মুরাদাবাদের দিকে যাচ্ছিল। এর পরেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ১০ লড়ির পেছনে স্বজরে ধাক্কা মারে। এবং দাড়িয়ে থাকা লড়িটি রাস্তার পাশেই উল্টে যায়। আহত হয় ওই লড়ির চালক ও খালাসি। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

Developed by