জেএনএফ ওয়েব ডেস্ক :-বড়সড় সাফল্য পেল বিধাননগর থানার পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের সাপটিগুড়ি থেকে পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ মাহমুদূল্লাহ(২৫)। সে ফাঁসিদেওয়ার পেটকির বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শনিবার রাতে পেট্রোলিং মোবাই ভ্যান যখন সাপটিগুড়ি এলাকায় টহলদারি চালাচ্ছিল। ঠিক তখন এক যুবক সহেন্দ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল। সেই থেকে সহেন্দ হয় পুলিশের। এরপরেই ওই যুবক পুলিশকে দেখে বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে ওই যুবককে ধরে ফেলে। এবং আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ। এরপরেই ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি ওই যুবকের বাইকও আটক করেছে পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হবে। তবে ওই যুবক আগ্নেয়াস্ত্র ও কার্তুজটি কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।