Breaking
26 Dec 2024, Thu

পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার

জেএনএফ ওয়েব ডেস্ক :- পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগে তুফানগঞ্জ থেকে কামাখ্যাগুড়ি যাবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। ঘটনাটি ঘটেছে শনিবার বক্সিরহাট থানার শালবাড়ির ২ নং গ্রাম পঞ্চায়েতের তুরকানিরকুঠি এলাকায়। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। সকাল থেকেই তুরকানীরকুঠি এলাকায় বসানো হয় বক্সীরহাট থানার বিশাল পুলিশ পিকেটিং।
পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির যুব মোর্চার জেলা এক্সিকিউটিভ মেম্বার ধীরাজ বর্মা বলেন, তুরকানির কুঠি এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত ননীগোপাল ডাকুয়া তৃণমূলের মদতে এলাকায় বিজেপি কর্মীদের উপর অনবরত তাণ্ডব চালাচ্ছে। তার বিরুদ্ধে একাধিকবার মার্চ পিটিশন জমা করা হলেও তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না পুলিশ। এছাড়ও রাতের অন্ধকারে মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। এছাড়াও তুরকানির কাঠির বাজার তৃণমূলের দলীয় কার্যালয় বোম, তীর ধনুক ও অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে, সেগুলিকে অবিলম্বে উদ্ধার করার জন্য। এদিন এই পথ অবরোধ করে অভিযোগ বিজেপির।

Developed by