Breaking
26 Dec 2024, Thu

একাদশ শ্রনীতে নিজেদের স্কুলে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন কোচবিহার জেনকিন্স স্কুলে

জেএনএফ ওয়েব ডেস্ক:- নিজেদের স্কুলে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়ে অবস্থান আন্দোলনে বসল মাধ্যমিক উতির্ন ছাত্ররা। আজ কোচবিহার জেনকিন্স স্কুলের গেটে ওই অবস্থান বিক্ষোভ শুরু করে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত বেশ কয়েকজন ছাত্র। তাঁদের দাবি, ওই স্কুল থেকেই তাঁরা মাধ্যমিক পরীক্ষায় উতির্ন হয়েছে। কিন্তু তাঁদের ওই স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। এবছর মাধ্যমিক পরীক্ষা হয় নি। সকলকেই পাশ করে দেওয়া হয়েছে। তাই মেধার নামে তাঁদের নিজেদের স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।
এদিনে আন্দোলনে বসা ছাত্রদের মধ্যে দুর্নিব সাহা বলেন, “তৃতীয় শ্রেণী থেকেই আমরা এই স্কুলের ছাত্র। এবার মাধ্যমিক পাশ করেছি। কিন্তু নিজেদের স্কুলে ভর্তি হতে পারছি না। স্কুলের শিক্ষকরা মেধার কথা বলছেন। কিন্তু পরীক্ষা ছাড়া এমনিতেই পাশ করিয়ে দেওয়ার পর মেধার যুক্তি কতটা যুক্তিযুক্ত হবে। তাই আমাদের এই স্কুলেই ভর্তির সুযোগ দিতে হবে।”
এবার মাধ্যমিকে একশো শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করানো হয়েছে। ফলে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর ভর্তি নিয়ে জেলা জুরেই সমস্যা তৈরি হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য প্রশাসনিক ভাবেও চেষ্টা করা হচ্ছে। ফলে এতদিন পর্যন্ত মাধ্যমিকে ভর্তি নিয়ে সেভাবে কোন আন্দোলন প্রকাশ্যে আসেনি। এই প্রথম জেলার মধ্যে সব খ্যাতনামা জেনকিন্স স্কুলের ভর্তি সমস্যা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে সেখানকার মাধ্যমিক উতির্ন ছাত্ররা।

Developed by