Breaking
26 Dec 2024, Thu

হাতির তাণ্ডব ফালাকাটা ব্লকে

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল আট টি পরিবার। ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে শনিবার ভোর রাতে হাতির দল তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের দলমনি ডিভিশনে বিরাজ টিগ্গা, সুকরো মিঞ্জ, লাক্সিম বাঘোয়ার, বাচন তির্কী, মুন্না মালুয়া, কিশোর বাঘোয়ার, কার্তিক ইন্দোয়ার, সুনিতা কারোয়া পৃথক ৮টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দেয়। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের কারো ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে খাবার সাবাড় করে দেয় হাতির দল। শনিবার ভোর রাতে আচমকাই হামলা চালায় ওই বুনো হাতি গুলি। প্রায় ঘন্টা দু’য়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা।

Developed by