Breaking
25 Dec 2024, Wed

সিনেমার কায়দায় পিস্তল হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানের ছেলের ছবি পোস্ট ঘিরে বিতর্ক !

জেএনএফ ওয়েব ডেস্ক :-মাঝ রাস্তায় দাঁড়িয়ে পিস্তল হাতে সিনেমার কায়দায় ছবি পোস্ট। ভাইরাল হতেই বিপাকে তৃণমূল প্রধানের ছেলে। থানায় ডেকে টানা জিজ্ঞাসাবাদ তৃণমূল প্রধান এবং তার ছেলেকে। নদীয়ার নাকাশিপাড়া থানা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নদীয়া দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহি উদ্দিন শেখ। দিন কয়েক আগে তার ছেলে শহিদুল শেখ পিস্তল হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তার বন্ধুদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর প্রশাসনের তরফ থেকে ওই প্রধান এবং তার ছেলেকে থানায় ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদ করার পর তৃণমূল প্রধানের ছেলে শহিদুল ওই পিস্তলটি থানায় নিয়ে যায়। সূত্রের খবর ওই পিস্তলটি আদতে খেলনা পিস্তল ছিল। শুধুমাত্র ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কারণেই ওই পিস্তলটি ব্যবহার করেছিল সে। শহিদুল শেখের বাবা মহিউদ্দিন শেখ জানিয়েছেন ছেলের ভিডিও করার শখ বহু আগে থেকেই। তবে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যাতে এই ধরনের ভিডিও আর না করে। ছেলেকে বলেছি যাতে বিতর্কমূলক ভিডিও না করে সে।

Developed by