Breaking
25 Dec 2024, Wed

আইন-শৃঙ্খলা লঙ্ঘিত হলে যুব মোর্চা বসে থাকবে না বলে হুঁশিয়ার জলপাইগুড়ি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের

জেএনএফ ওয়েব ডেস্ক :-আগামী দিনে আইন-শৃঙ্খলা এভাবে লঙ্ঘিত হলে ভারতীয় যুব মোর্চা বসে থাকবে না। কারণ ভারতীয় যুব মোর্চা এখনো বসে যায়নি। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপুটেশন দিতে এসে এমনই জানালেন জলপাইগুড়ি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। পলেন বাবু বলেন, দীর্ঘদিন থেকে বিজেপি ও যুব মোর্চার ওপর অত্যাচার করছে তৃণমূল বাহিনী। এদিন আইসি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম যাতে জলপাইগুড়িতে আইন-শৃঙ্খলা ঠিকঠাকভাবে বজায় থাকে। জেলা বিজেপি কার্যালযয়ে যুব তৃণমূল কংগ্রেসের আক্রমণ ও কার্যালয়ের বাইরে তৃণমূল ছাত্র বাহিনীর কুশপুত্তলিকা পোড়ালো নিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। এমন চললে ভবিষ্যতে রাজনৈতিক মহল আরো খারাপ হতে পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে কোনমতেই যাতে খর্ব করা না হয় তা জানিয়ে এদিন ডেপুটেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আগামী দিনে আইন-শৃঙ্খলা লঙ্ঘিত হলে যুব মোর্চা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ।

Developed by