Breaking
26 Dec 2024, Thu

নয়াগ্রামের ১৯২ টি মৌজায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে

জেএনএফ ওয়েব ডেস্ক :-ঝাড়গ্রাম জেলার মধ্যে সর্ববৃহৎ নয়াগ্রামের মেগা জলপ্রকল্পের বিভিন্ন সাইট শুক্রবার পরিদর্শন করলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ – সিভিল ইঞ্জিনিয়ার সুহার্ত ঘোষ। ৭৫ কোটি ব্যায়ে এই জল প্রকল্প এর কাজ দ্রুত বাস্তবায়িত করার জন্য কাজ চলছে জোর কদমে। ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত বলেন নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী, নয়াগ্রাম, বেড়াজাল, বালিগেড়িয়া সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট ছিল। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকে পানীয় জল এনে মানুষকে ব্যবহার করতে হতো।রাজ্যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার গঠিত হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিষয়টি জানানো হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে জল প্রকল্পের বিষয়টি খতিয়ে দেখার পর অনুমোদন দেন। ওই জল প্রকল্পটি রূপায়ণ করতে ৭৫ কোটি টাকা খরচ হবে ।পাইপ লাইনের মাধ্যমে নয়াগ্রাম ব্লকের ১৯২ টি মৌজায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে জোর কদমে। বাকি অন্যান্য গ্রামগুলিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল পাঠানোর ব্যবস্থা করা হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াগ্রাম এর জন্য অনেক কাজ করেছেন। তাই এই জল প্রকল্পের জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় । সেই সঙ্গে তিনি বলেন খুব শীঘ্রই জল প্রকল্পের কাজ শেষ হবে এবং নয়াগ্রামের ১৯২ টি মৌজায় পাইপ লাইনের মাধম্যে বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে যাবে। নয়াগ্রাম ব্লকে আর পানীয় জলের কোন সমস্যা থাকবে না, নয়াগ্রামের বাসিন্দারা মিষ্টি জল পাবেন বলে তিনি জানান।

Developed by