Breaking
26 Dec 2024, Thu

ভোজনারায়ন চা বাগানে ২০০ জন শিশুদের পড়াশুনার সামগ্রী তুলে দিল বাগডোগরা থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমার ভোজনারায়ন চা বাগানে শিশুদের পড়াশুনার সামগ্রী তুলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি কুঁয়র ভূষন সিং,এসিপি চন্দন দাস,বাগডোগরা থানার ওসি মহেষ সিং সহ অন্যান্যরা। এদিন প্রায় ২০০ জন শিশুদের হাতে পড়াশুনার সামগ্রী তুলে দেওয়া হয়। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি কুঁয়র ভূষন সিং বলেন যে শুধু বই বিতরণ করাই নয় তারা যাতে নিয়মিত পড়াশুনা করে সেই উদ্যোগ নিবে পুলিশ। অপরদিকে পড়াশুনার সামগ্রী পেয়ে খুবই খুশি শিশুরা।

Developed by