Breaking
26 Dec 2024, Thu

অবসাদে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার

জেএনএফ ওয়েব ডেস্ক :-স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, মা”য়ের মৃত্যু মেনে নিতে পারেনি। গ্রাস করেছিল মানসিক অবসাদ। যার জেরে শেষপর্যন্ত আত্মঘাতী হল এক সিভিক ভলান্টিয়ার। জলপাইগুড়ির বামন পাড়ার ঘটনা। মৃত যুবকের নাম সঞ্জয় দাস। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে সিভিক ভলান্টিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিল।
বৃহস্পতিবার রাত আটটা নাগাদ যুবকের নিজের ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছে তার প্রতিবেশী ও বন্ধুরা।।

Developed by